হাওজা নিউজ এজেন্সি: আল-কুরআনের ভাষ্যানুযায়ী কিয়ামতের দিবে পাপীদের প্রথম আর্তনাদ:
কবর থেকে পুনরুত্থানের মুহূর্তে
یا وَیْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ
যখন তারা ঘুমের মতো শান্ত কবর থেকে জেগে উঠবে, আতঙ্কে চিৎকার করে বলবে: “হায় আমাদের দুর্ভাগ্য! কে আমাদের এই বিশ্রামস্থল থেকে জাগিয়ে তুলল?” তাদের বলা হবে: “এটাই তো সেই প্রতিশ্রুতি, যা পরম করুণাময় আল্লাহ দিয়েছিলেন, এবং নবীগণ সত্যই তা প্রচার করেছিলেন। [সূরা ইয়াসিন, আয়াত ৫২]
কিয়ামতের দৃশ্য
যখন তারা কিয়ামতের ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হবে, তাদের চোখ স্থির হয়ে যাবে, বিস্ময়ে তাকিয়ে বলবে: “হায়, আমরা তো এই দিনের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন ছিলাম! বরং আমরা নিজেরাই ছিলাম সীমালঙ্ঘনকারী।” [সূরা আম্বিয়া, আয়াত ৯৭]
আমলনামা
যখন তাদের সামনে তুলে ধরা হবে আমলনামা, তারা চমকে উঠে বলবে: “হায়, এ কেমন আমলনামা! এতে তো ছোট-বড় কোনো কাজই বাদ যায়নি—সবই এতে লিপিবদ্ধ!” [সূরা কাহফ, আয়াত ৪৯]
অন্ধ অবস্থায় পুনরুত্থান
কিছু অপরাধী পুনরুত্থিত হবে অন্ধ অবস্থায়। তারা বলবে:
رَبِّ لِمَ حَشَرْتَنِی أَعْمَی وَقَدْ کُنْتُ بَصِیرًا / قَالَ کَذَلِکَ أَتَتْکَ آیَاتُنَا فَنَسِیَتَهَا وَکَذَلِکَ الْیَوْمَ تُنْسَی
হে আমার প্রভু! কেন আমাকে অন্ধ করে তুললে, অথচ আমি তো দুনিয়ায় দৃষ্টিশক্তিসম্পন্ন ছিলাম?” উত্তরে বলা হবে: “তুমি যখন আমাদের আয়াত পেয়েছিলে, তখন তা ভুলে গিয়েছিলে। আজ তুমি নিজেই ভুলে যাওয়া এক অস্তিত্ব। [সূরা ত্বাহা, আয়াত ১২৫–১২৬]
জীবনের সময় নিয়ে বিভ্রম
কিয়ামতের দিন অপরাধীরা শপথ করে বলবে:
وَیَوْمَ تَقُومُ السَّاعَةُ یَقْسِمُ الْمُجْرِمُونَ مَا لَبِثُوا غَیْرَ سَاعَةٍ
আমরা তো দুনিয়ায় এক ঘণ্টার বেশি ছিলাম না! [সূরা রূম, আয়াত ৫৫]
এই আয়াতগুলো আমাদের স্মরণ করিয়ে দেয়, পাপের পথ যতই দীর্ঘ হোক, তার শেষ গন্তব্য অনুশোচনার অন্ধকারে। কিয়ামতের সেই প্রথম মুহূর্তে, পাপীদের আর্তনাদ হবে ইতিহাসের সবচেয়ে হৃদয়বিদারক স্বীকারোক্তি।
আপনার কমেন্ট